Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট

অফিস পরিচিতি


মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (SRDI), আঞ্চলিক গবেষণাগারজামালপুর অফিসটি কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি সরকারী প্রতিষ্ঠান যা ঢাকা বিভাগীয় গবেষণাগারের অধীনে পরিচালিত হয় । এ প্রতিষ্ঠানটি কৃষি, মৃত্তিকা ও সার নিয়ে গবেষণায় নিয়োজিত রয়েছে বিধায় প্রতিষ্ঠানটি NARS (National Agricultural Research System) ভুক্ত । ১৯৯৯ সাল থেকে জামালপুরে আঞ্চলিক গবেষণাগারের কার্যক্রম শুরু হয় । জামালপুর আঞ্চলিক গবেষণাগারের অধীনে জামালপুর ও শেরপুর এই দুইটি জেলা অন্তর্ভুক্ত । এ দপ্তরের অধীনে রয়েছে ১টি প্রশাসনিক শাখা১টি শীততাপ নিয়ন্ত্রিত অডিটরিয়াম এবং ১টি অত্যাধুনিক গবেষণার। এ গবেষণাগারে অত্যাধুনিক যন্ত্রপাতির (স্পে্কট্রোফটোমিটার, এটোমিক অ্যাবজরপশান স্পে্কট্রোফটোমিটার, নাইট্রোজেন ডিস্টিলেশন প্লান্ট, ফ্লেমফটোমিটার, মাইক্রোওয়েভ ডাইজেস্টর, ডিস্টিলড ওয়াটার প্লান্ট,পিএইচ মিটার, ইসি মিটার  ইত্যাদি) মাধ্যমে  উদ্ভিদের মূখ্য ও গৌণ পুষ্টি উপাদানসহ, মাটি ও পানির খনিজ উপাদান এবং বিভিন্ন ভারি ধাতুর (Heavy Metals) উপস্থিতি ও পরিমান নির্ণয় করা হয়।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য হলো দেশের সীমিত ভূমি ও মৃত্তিকা সম্পদের যুক্তিযুক্ত ও লাভজনক ব্যবহার নিশ্চিতকরণ এবং মৃত্তিকা পরিবেশ সুরক্ষার মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা । ভূমি ও মৃত্তিকা সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের জন্য সেবা গ্রহণকারীর উপযোগী নির্দেশিকাপুস্তিকা ও সহায়িকা প্রণয়নে সহায়তা করা। সমস্যাক্লিষ্ট মৃত্তিকা ব্যবস্থাপনা এবং শস্য উৎপাদন বৃদ্ধির জন্য টেকসই উন্নয়ণ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা ।


দপ্তর প্রধানের পদবীঃ

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা


কার্যাবলী

টেকসই ও সমৃদ্ধ পরিবেশ গড়ার জন্য মাটির স্বাস্থ্য সুরক্ষার্থে মৃত্তিকা, সার পানি ও উদ্ভিদ নমুনা বিশ্লেষণ করা।

মৃত্তিকার অনুর্বরতা, ফসল ও মৃত্তিকা আর্দ্রতার সম্পর্ক পরীক্ষা, বিভিন্ন মাটিতে উদ্ভিদের খাদ্যোপাদানের পরিমাণের বিভিন্নতা, মৃত্তিকা বিষাক্ততা ইত্যাদি বিষয়ে মৌলিক ও প্রায়োগিক গবেষণার পরিকল্পনা ও তত্ত্বাবধান করা

স্থায়ী গবেষণাগারের মাধ্যমে মাটির নমুনা বিশ্লেষণ ও সার সুপারিশ প্রদান।

ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার পরিচালনায় সহায়তা করা।

কৃষক ও অন্যান্য উপকারভোগীকে মৃত্তিকা, পানি, উদ্ভিদ ও সার বিশ্লেষণ সেবা এবং মৃত্তিকা নমুনা বিশ্লেষণের ফলাফল অনুসারে স্থানভিত্তিক ফসল চাষে সার সুপারিশমালা প্রদান ।

ফসল উৎপাদনে মাটি ও পানির সুষ্ঠু ব্যবস্থাপনা, সুষম সার প্রয়োগ, ভেজাল সার সনাক্তকরণ ।

ইন্টারনেটে অনলাইন সার সুপারিশ সেবা প্রদান ।